রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

সাতকানিয়ায় আবাদি জমির মাটি কাটায় ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ জানুয়ারী ২০২৫ | ২:৫৭ অপরাহ্ন


দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় আবাদি জমির মাটি কাটার অপরাধে একটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার জনার কেঁওচিয়া খুনি বটতল এলাকায় অবস্থিত নেজাম উদ্দীন ব্রাদার্স ব্রিক্স নামের এই ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। বর্তমানে ইটভাটাটি পরিচালনা করছেন মো. মাঈনউদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।

তিনি জানান, আবাদি জমির টপসয়েল কাটার দায়ে ইটভাটার ম্যানেজার আব্দুর রহমানকে (৪৯) “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর সংশ্লিষ্ট ধারায় দুই লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও, ভাটার মালিককে আগামী ৭ দিনের মধ্যে খননকৃত জমিতে মাটি ভরাট করে দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম আরও বলেন, আবাদি জমি রক্ষার স্বার্থে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কেটে নেওয়া দন্ডনীয় অপরাধ। যদি কেউ কৃষি জমির মাটি কেটে নেয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ বাহিনীর সদস্য ও ভূমি অফিসের কর্মচারীরা।