সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর আরমান হোসেন হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে কুমিল্লা জেলার লাকসাম থানার কাগইয়া ও ভোলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৭ জানুয়ারি) র্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মামলার প্রধান আসামি আল আমিন (২৮) এবং তিন নম্বর আসামি মো. জসিম উদ্দিন প্রকাশ ভুট্টো (৩৫)।
র্যাব সূত্রে জানা যায়, প্রধান আসামি আল আমিনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরেক আসামি জসিমকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি মীর আরমান হোসেনকে রগ কেটে হত্যা করা হয়। এরপর থেকে আসামিরা আত্মগোপনে ছিল।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।