শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

বাঁশখালীর দুই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

একুশে ডেস্ক | প্রকাশিতঃ ১৭ জানুয়ারী ২০২৫ | ২:৪১ অপরাহ্ন


বাঁশখালীর দুই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় ও নাসেরা খাতুন আর কে বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এক মিলনমেলায় মিলিত হয়েছেন। আজ শুক্রবার বোট ক্লাবে এই বর্ণাঢ্য পারিবারিক মিলনমেলার আয়োজন করা হয়।

এই মিলনমেলায় ১০০ জনেরও অধিক প্রাক্তন শিক্ষার্থী তাদের পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করে তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করেন। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এরপর দুপুরের লাঞ্চ, ফটোসেশন, বাচ্চাদের জন্য খেলাধুলা, স্মৃতিচারণ, র‍্যাফল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় পতেঙ্গা বীচ ও টানেল ভ্রমণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

এ সময় প্রাক্তন শিক্ষার্থীদের একজন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সরফভাটা শাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান বলেন, “বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে প্রথমবারের মতো এই মিলনমেলার আয়োজন করেছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।”

এই মিলনমেলায় উপস্থিত ছিলেন মো. হাবিবুর রহমান, সাইমুন উদ্দিন, জসিম উদ্দিন, আবিদ উদ্দিন খোকা, মহিউদ্দিন, আবু সাদাত মোহাম্মদ সায়েম, বেলাল উদ্দিন, মো. শোয়েব, আনোয়ার হোসেন, সুমন ধর, রিংকন চৌধুরী, আশেকুল ইসলাম সায়েম, সুজন বিশ্বাস, জিয়া মোস্তফা, জাহাঙ্গীর আলম তালুকদার, মোঃ হাশেম, রুবেল দেবনাথ, রন্টু দাস, নাদিয়া হক, উম্মে আবিদা হোসেন এলি, উম্মে হাবিবা সোনিয়া, মেরিনা সুলতানা (লাভলী), রিনা আক্তার, সাবরিন রুবি সহ তাদের পরিবারের সদস্যরা।

কর্মব্যস্ততা ও দূরে থাকার কারণে অনেকে আসতে না পারলেও এই অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন সাইমা পারভীন, সাইয়্যেদ মোহাম্মদ কুতুবুদ্দিন, মনসুর মিয়া, আজিজ আহমেদ, কায়সার উদ্দিন রুবেল, সাইফুদ্দিন মাহমুদ সাগর, আইয়ুবুল ইসলাম অভি প্রমুখ।