শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৬ জানুয়ারী ২০২৫ | ৬:৩৫ অপরাহ্ন


রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় পাশে থাকা একটি কোচিং সেন্টারও পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই ঘটনায় পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগ করেছেন বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ।

লালানগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি লিয়াকত আলী মেম্বার বলেন, “সকালে ঘুম থেকে উঠে শুনি আমাদের জাতীয়তাবাদী দলের কার্যালয়ে কে বা কারা রাত ৩টার দিকে আগুন দিয়েছে। এ খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করে দেখি বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু এ কার্যালয়ই নয়, পাশে থাকা একটি কোচিং সেন্টারও পুড়ে যায়।”

তিনি আরও বলেন, “মানুষের মুখে মুখে শুনছি, এ ঘটনা আওয়ামী লীগের লোকজন করেছে।” তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

একই ইউনিয়নের যুবদলের সভাপতি এম এইচ সুমন বলেন, “রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতকারী লালানগর ইউনিয়ন দলীয় কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায় এবং যাওয়ার সময় তারা ফায়ার করে। পরে স্থানীয়রা দলীয় কার্যালয়ে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়।”

তিনি আরও বলেন, “প্রত্যেকেই বলছে, এ ঘটনায় আওয়ামী লীগ সরাসরি জড়িত।” তিনিও এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান।

বিএনপি’র নেতা মিজানুর রহমান মিজানও একই অভিযোগ করে বলেন, “এটা আওয়ামী লীগ ও তাদের সংগঠনের নেতাদের নাশকতা।”

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার জাহেদুর রহমান বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দুর্ঘটনা। তবে কার্যালয় সংশ্লিষ্টরা অগ্নিসংযোগের অভিযোগ করেছেন। তাই এ বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।”

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। নিচে আগুন ছিল না। কিন্তু উপরে দ্বিতীয় তলায় আগুন লাগে। সেখানে তালাবদ্ধ ছিল। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।”

স্থানীয় বিএনপি’র অভিযোগের বিষয়ে তিনি বলেন, “এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।”