লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাছির পাড়ার শামসুল ইসলামের পুত্র ও আওয়ামী লীগের কর্মী শিহাব উদ্দিন এবং পদুয়া ইউনিয়নের মৌলভী পাড়ার বাসিন্দা ও উপজেলা যুবলীগের কর্মী রবিউল ইসলাম রুবেল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।