বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মাইজভাণ্ডারী মেধাবৃত্তি: শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান

প্রকাশিতঃ ২৪ ডিসেম্বর ২০২৪ | ৮:৫৬ অপরাহ্ন


চট্টগ্রাম : গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও মেধাবিকাশ পরীক্ষা ২০২৪ এবং গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর চট্টগ্রাম মহানগর কেন্দ্রের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মোহরার মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।

আগামী ১০ মাঘ (২৪ জানুয়ারি ২০২৫) গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র আয়োজনে ও ব্যবস্থাপনায় মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এঁর ১১৯তম বার্ষিক ওরশ এবং জন্ম দ্বি-শত বছর উদযাপন উপলক্ষে এই মেধাবৃত্তি ও মেধাবিকাশ পরীক্ষার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল সরওয়ার, চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাযী মো. সাইফুল আচফিয়া ও এভারেস্ট বিজয়ী পর্বতারোহী ডা. বাবর আলী।

মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীন এনায়েত, বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিব শামিমুল হাসান, চট্টগ্রাম মহানগর ও জেলা কার্যকরী সংসদের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানা ও শাখার কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, অভিভাবক, ব্যাংকারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে একাগ্রতার সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং অভিভাবকদের তাদের সন্তানদের সঠিকভাবে গাইড করার পরামর্শ দেন। তিনি বৃত্তি পরীক্ষা আয়োজনে সহযোগিতা করায় মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয় কর্তৃপক্ষ ও ইস্পাহানী পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এভারেস্ট বিজয়ী ডা. বাবর আলী সমাজের জন্য সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেন এবং প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, প্লাস্টিকের ব্যবহার সাময়িক সুবিধা দিলেও এর মাধ্যমে আমরা পৃথিবীকে অন্তত ৫০০ বছরের জন্য কষ্ট দিচ্ছি।