রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফির স্বপ্ন বাংলাদেশের

প্রকাশিতঃ ২০ ডিসেম্বর ২০২৪ | ২:৩৮ অপরাহ্ন


খেলাধুলা ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই জয়ের অন্যতম কারিগর স্পিনার শেখ মাহেদী হাসান।

সিরিজজুড়ে দুর্দান্ত বোলিংয়ে ৮ উইকেট শিকার করে সিরিজসেরা হয়েছেন মাহেদী। তিন ম্যাচেই তার বোলিং ছিল অর্থনৈতিক। প্রথম ম্যাচে ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট, দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ২০ রানে ২ উইকেট এবং তৃতীয় ম্যাচে ৩ ওভারে ১৩ রানে ২ উইকেট নেওয়া মাহেদী এখন চ্যাম্পিয়নস ট্রফিতে নজর দিয়েছেন।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা না পেলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ কাজে লাগিয়ে নিজের দাবী জানান দিয়েছেন মাহেদী।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও ভালো ছন্দে ছিলেন এই স্পিনার। সেই অভিজ্ঞতা কাজে লেগেছে বলে জানান তিনি।

“বিশ্বকাপের সময় দলে অনেক বিকল্প ছিল। ওয়েস্ট ইন্ডিজের উইকেটে বল নিচু হয়, টার্ন করে। তাই সোজা বোলিং করার পরিকল্পনা করেছিলাম,” বলেন মাহেদী।

তিন ম্যাচেই নিকোলাস পুরানকে আউট করেছেন মাহেদী। “পুরানের ডানহাতি স্পিনারদের বিপক্ষে দুর্বলতা আছে, সেটা জানতাম।”

টি-টোয়েন্টিতে সিরিজ জিতলেও ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করার আশা ব্যক্ত করেছেন মাহেদী।

“টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ ভালো গেছে, তবে ওয়ানডেতে ভালো করতে পারিনি। ছেলেরা টি-টোয়েন্টি সিরিজে অনেক ক্ষুধার্ত ছিল। আশা করছি, আমরা চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করতে পারব।”