রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জিপিআরএস প্রযুক্তি ব্যবহার করে অটোরিকশা উদ্ধার, ছিনতাইকারী আটক

প্রকাশিতঃ ২০ ডিসেম্বর ২০২৪ | ২:৩৪ অপরাহ্ন


হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হাটহাজারীতে ছিনতাই হওয়া একটি সিএনজি অটোরিকশা আধুনিক প্রযুক্তির কল্যাণে উদ্ধার করা সম্ভব হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে হাটহাজারী পৌরসভার ৫নং ওয়ার্ডের কামাল পাড়া এলাকা থেকে জিপিআরএস সিস্টেম ব্যবহার করে সিএনজিটি উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটে ভোররাত ৪টার দিকে। ভুক্তভোগী সিএনজি চালক জাহাঙ্গীর নগরীর অক্সিজেন থেকে কাটিরহাট যাওয়ার পথে মির্জাপুর ইউনিয়নের কালিবাড়ি সংলগ্ন এলাকায় যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হন।

এ সময় ৫ জনের একটি ছিনতাইকারী দল তাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা ও সিএনজিটি (চট্টগ্রাম থ ১৪-৭০৯৮) ছিনিয়ে নিয়ে যায়।

পরে জাহাঙ্গীর গাড়ির মালিককে বিষয়টি জানালে তিনি গাড়িতে আগে থেকেই সেট করা জিপিআরএস সিস্টেমটি অন করেন। সকাল ৭টার দিকে জিপিআরএস ট্র্যাকিং এর মাধ্যমে দেখা যায় যে সিএনজিটি কামালপাড়ার খানসামা মসজিদ সংলগ্ন এলাকায় রয়েছে।

মালিক ও জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীদের একজনকে হাতেনাতে ধরে ফেলেন এবং সিএনজিটি উদ্ধার করেন।

পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ছিনতাইকারী মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুহুরীহাট এলাকার আবেদ আলী সওদাগর বাড়ির মো. রফিকের পুত্র সাইমন (২৬) কে গ্রেফতার করে।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক শাহজাহান জানান, উদ্ধারকৃত সিএনজিটির কাগজপত্র যাচাই-বাছাই শেষে মালিকের হাতে তুলে দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।