বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

সিআইপি হলেন হাটহাজারীর সন্তান রুবেল

প্রকাশিতঃ ১৮ ডিসেম্বর ২০২৪ | ৮:৫৫ অপরাহ্ন


হাটহাজারী প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত হাটহাজারীর সন্তান দুবাই প্রবাসী মো. রুবেলকে ২০২৫ সালের জন্য সিআইপি হিসেবে নির্বাচিত করেছে বাংলাদেশ সরকার।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে তাকে সিআইপি সনদ প্রদান করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তার হাতে এই সনদ তুলে দেন।

রুবেল হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের রুহুল্লাপুর গ্রামের আলহাজ্ব হাসিমিয়ার পুত্র। বিগত ১৫ বছর ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান করে তিনি সেখানে নেক্সটি এন্টারপ্রাইজ এলএলসি কোম্পানি, নেক্সটি গ্রুপ অফ কোম্পানি ও আলিমদাদ গার্মেন্টস, মক্কা ৯০০ নামে বেশ কয়েকটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন স্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।