কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : পিরোজপুরের একদল সন্ত্রাসী বাগেরহাটের কচুয়া উপজেলার চরসোনাকুর এলাকায় ভূমিহীনদের জমির ধান লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের সশস্ত্র দলটি জুচখোলা খেয়াঘাট সংলগ্ন পিরোজপুর-কচুয়া সীমান্তে অবস্থিত ৭ বিঘা জমির কাটা ধান জোরপূর্বক লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমিহীনরা নামাজ শেষে ফেরার পথে লুটেরাদের বাধা দিতে গেলে তাদের উপর হামলা চালানো হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। হামলাকারীদের মধ্যে পিরোজপুরের জুচখোলা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে বাহাদুর শেখ (৩০), রিপন হালদার (৪০), আতাহার আলী শেখ (৪৫) সহ আরও ৫০ থেকে ৬০ জন ছিল।
প্রশাসনের পক্ষ থেকে ৫৫ জন ভূমিহীন পরিবারের মাঝে ৬০ একর জমি বন্টন করা হয়েছিল। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন মো. হুমায়ুন কবির (৫৬), ইয়াকুব আলী মোল্লা (৬০), জোহর শেখ (৬০), সোহরাব শেখ (৬০), ফজর শেখ (৫৫) সহ মৃত নাছির শেখের দুই এতিম সন্তান।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা সীমান্ত নির্ধারণের দাবি জানিয়েছেন। তারা কাঁটাতারের বেড়া অথবা নদী খননের মাধ্যমে স্থায়ীভাবে সীমানা চিহ্নিত করার দাবি জানান।