হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় খায়রুল বশর (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের হিম্মত সুহুরী বাড়ীর সামনে চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঘাতক মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল। ফটিকছড়ি উপজেলার উত্তর খিরাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা খায়রুল বশর রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পুলিশ ঘাতক মোটরসাইকেলটি জব্দ করে এবং মোটরসাইকেল চালক ফাহাদ (১৬) কে আটক করে।
এ ব্যাপারে নাজিরহাট হাইওয়ে থানার টিএসআই আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।