বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন গুমের শিকার মাইকেল চাকমা

প্রকাশিতঃ ১৮ ডিসেম্বর ২০২৪ | ২:৪১ অপরাহ্ন


একুশে ডেস্ক : গুমের ঘটনায় আজ বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রামভিত্তিক একটি আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন তিনি।

তার অভিযোগ দায়েরের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “তাকে কীভাবে গুম করা হয়, তা তিনি মৌখিকভাবে জানিয়েছেন আমাদের। সেই বর্ণনা থেকে নিশ্চিত হওয়া গেছে যে তিনি গুমের শিকার হয়েছেন। তিনি একই বক্তব্য কমিশনের কাছেও দিয়েছেন।”

তাজুল ইসলাম এটিও জানান, মাইকেল চাকমা আজ শুধু মৌখিক অভিযোগ জানিয়েছেন এবং তিনি শিগগিরই লিখিত অভিযোগও জমা দেবেন। তবে ট্রাইব্যুনাল তার ক্ষমতাবলে মৌখিক অভিযোগও আমলে নিয়ে তদন্ত শুরু করতে পারে।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৯ সালের তেসরা এপ্রিল ঢাকা থেকে মাইকেল চাকমাকে গুম করা হয়েছিলো। এরপর পাঁচ বছর তিন মাস ২৭ দিন তাকে গোপন কারাগারে আটক রাখা হয়।

এসব কথা উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, “আয়নাঘরের যেসমস্ত গল্প আপনারা ইতোমধ্যে শুনেছেন, ঠিক একই কায়দায়, একই প্রক্রিয়ায়, একই প্যাটার্নে তাকে এতগুলো বছর আটক রাখা হয়েছিলো। বিপ্লবের পরে গত সাতই অগাস্ট লম্বা একটি জার্নির পরে তাকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কোনও একটি অংশে ১২ কিলোমিটার দূরে জঙ্গলের মাঝে চোখ-হাত বেঁধে তাকে ছেড়ে আসা হয়।”

মাইকেল চাকমাও এদিন সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, “আমি শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছি। আমি প্রধান আসামি হিসাবে শেখ হাসিনাকেই দায়ী করবো।”

এ সময় তার সঙ্গে আলোকচিত্রী শহীদুল আলম ও তার স্ত্রী রেহনুমা আহমেদ ছিলেন।