শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

সাতকানিয়া প্রেসক্লাবকে হারিয়ে শিরোপা জিতল পুলিশ পাইওনিয়ার্স

কমল বড়ুয়া ম্যান অব দ্য সিরিজ, শফিউল আলম শ্রেষ্ঠ খেলোয়াড়

| প্রকাশিতঃ ১৭ ডিসেম্বর ২০২৪ | ২:২৪ অপরাহ্ন


সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা টার্ফ মাঠে অনুষ্ঠিত এই ফাইনালে সাতকানিয়া প্রেসক্লাবকে ট্রাইবেকারে পরাজিত করে ০-১ গোলে বিজয়ী হয় পুলিশ পাইওনিয়ার সাতকানিয়া থানা পুলিশ।

খেলায় বিজয়ী দলের খেলোয়াড় কমল বড়ুয়া ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন পরাজিত দলের শফিউল আলম।

মহান বিজয় দিবসের দিন রাতে খেলা শুরু হওয়ার আগেই টার্ফ মাঠ কানায় কানায় দর্শকে পূর্ণ হয়ে যায়। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিরা।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলায় অংশ নেওয়া দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফিসহ পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।

বাংলা টিভির প্রতিনিধি সাইফুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জসিম উদ্দিন আব্দুল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নওয়াব মিয়া, সাতকানিয়া প্রেসক্লাবের আহ্বায়ক শহীদুল ইসলাম বাবর, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহাদাত, সাবেক কাউন্সিলর নেছার উদ্দিন আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন, আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাস্টার শহিদুল ইসলাম ও ধারাভাষ্যকার ছিলেন সাইফুল ইসলাম।