রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সেন্ট মার্টিনে পর্যটক বিধিনিষেধ: সরকারের সিদ্ধান্তে হাইকোর্টের রুল

প্রকাশিতঃ ১৫ ডিসেম্বর ২০২৪ | ৩:৩৯ অপরাহ্ন


ঢাকা: পরিবেশগত সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ও নাগরিকদের যাতায়াত এবং অবস্থানে বিধিনিষেধ আরোপ সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।

রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন।

গত ২৮ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন ও প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে পাঁচ দফা সিদ্ধান্ত জারি করে। এই সিদ্ধান্ত অনুযায়ী,

* অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে দ্বীপে নৌযান চলাচলের অনুমতি দেবে।

* ডিসেম্বর ও জানুয়ারি মাসে সেন্ট মার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধ।

* দ্বীপে প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক যেতে পারবেন।

* সৈকতে রাতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি করা ও বারবিকিউ পার্টি করা যাবে না।

কক্সবাজার নাগরিক ফোরামের প্রেসিডেন্ট এ এন এম হেলাল উদ্দিন গত ২১ নভেম্বর সরকারের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেন।

রিটের পক্ষে আইনজীবী মো. আমির হোসেন ও মো. উজ্জল হোসেন যুক্তি দেন যে, পরিবেশ মন্ত্রণালয়ের স্মারকটি সংবিধানের ৩৬ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক, যা নাগরিকদের চলাফেরার স্বাধীনতার গ্যারান্টি দেয়।

আদালত রুলে পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছেন।