সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ঢাকায় হামলার প্রতিবাদে হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিতঃ ১৩ ডিসেম্বর ২০২৪ | ৭:০৬ অপরাহ্ন


হাটহাজারী প্রতিনিধি : টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের জোড়ে অংশগ্রহণকারী উলামায়ে কেরামের উপর সা’দপন্থীদের হামলার প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ জুমা হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা কাজী শফিউল্লাহ-এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আসাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা শফিউল্লাহ, মাওলানা ওজাইর হামেদী, মাওলানা আসাদ উল্লাহ, মাওলানা হাফেজ আমিনুল হক, মাওলানা জিহাদুল ইসলাম, মাওলানা আবরার কাউসার ও মাওলানা আমিনুল ইসলাম।

বক্তারা বলেন, ‘ভারতীয় নাগরিক সা’দ কোনো আলেম নন। তিনি আমেরিকা ও ইহুদিদের ইন্ধনে বাংলাদেশের তাবলিগ জামায়াতকে বিভক্ত করতে কাজ করছেন। ভারতীয় মুসলিম বিদ্বেষীদের হয়ে ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে হামলা চালিয়ে দেশের শত শত আলেমকে রক্তাক্ত করে। তাবলিগ জামায়াতের ঐতিহ্যকে কলঙ্কিত করতে সা’দপন্থীরা ষড়যন্ত্র করছে।’

তারা আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র কোনো দিন মেনে নেবে না। দ্রুত সময়ের মধ্যে তাবলিগ জামায়াত নিয়ে ষড়যন্ত্রকারী সা’দপন্থীদের নিষিদ্ধ এবং হামলায় জড়িতদের গ্রেফতার করতে হবে।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড, কলেজ গেইট দিয়ে কাচারি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে সা’দপন্থী নেতাদের আসন্ন টঙ্গী ইজতেমা-২০২৫ ভঙ্গের হুমকির বিষয়ে হাটহাজারী মডেল থানায় একটি স্মারকলিপি দেওয়া হয়।