সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পতেঙ্গায় হাটহাজারীর একজনের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

প্রকাশিতঃ ১২ ডিসেম্বর ২০২৪ | ৫:২৩ অপরাহ্ন


হাটহাজারী প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকা থেকে হাটহাজারী উপজেলার মো. ওসমান সিকদার (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে পতেঙ্গা চরপাড়া রিং রোডের এসএপিএল পার্কিং সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওসমান হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক এমরান সিকদারের বড় ভাই। তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ওসমান বুধবার সন্ধ্যায় হাটহাজারীর মেখলস্থ নিজ বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পতেঙ্গায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নিহতের ভাই এমরান সিকদার অভিযোগ করেন, বুধবার রাত ৩টার দিকে কর্মস্থলের স্টাফ বাসা থেকে ৭/৮ জন মিলে ওসমানকে ধরে নিয়ে যায়। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, ওসমানের পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

একটি সূত্র জানিয়েছে, আর্থিক বিষয় নিয়ে ফটিকছড়ির এক ব্যক্তির সাথে ওসমানের ঝামেলা ছিল। কিছুদিন আগে ওই ব্যক্তি তার কিছু বন্ধু নিয়ে ওসমানের গ্রামের বাড়িতে গেলে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় ওসমানকে বিবাদী করে একটি অভিযোগ করা হয়। পরে হাটহাজারী পৌরসভার একটি দলীয় অফিসে বিষয়টি নিয়ে বৈঠক হয় এবং ওসমান ৫০ হাজার টাকা জরিমানা দেয়।

পতেঙ্গা থানার ওসি মাহফুজুর রহমান এবং হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।