আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর দখল করে নিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ১০ ডিসেম্বর শহরের শেষ জান্তা ঘাঁটি দখলের সময় রোহিঙ্গা যোদ্ধাসহ শত শত সরকারি সৈন্যকে আটক করা হয়েছে বলে আরাকান আর্মি জানিয়েছে। আটককৃতদের মধ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনও রয়েছেন।
মংডু দখলের ফলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের প্রায় ২৭৫ কিলোমিটার এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে।
আরাকান আর্মি জানিয়েছে, ৫৫ দিন ধরে চলা লড়াইয়ের পর বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন নং ৫ ঘাঁটিটি দখল করা হয়। এই লড়াইয়ে ৪৫০ জনেরও বেশি সরকারি সৈন্য নিহত হয়েছে এবং প্রচুর অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
ঘাঁটিটি আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ), আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-এর রোহিঙ্গা মিলিশিয়াসহ ৭ শতাধিক পুলিশ অফিসার এবং সৈন্যদের মাধ্যমে পরিচালিত হতো।
ঘাঁটি দখলের আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জান্তা সৈন্যরা তাদের সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য জান্তা নেতার কাছে আবেদন জানিয়েছিল।
ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুন ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পরে মান্দালেতে বিক্ষোভকারীদের ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কুখ্যাত। এছাড়াও রাখাইন প্রদেশে জান্তার পক্ষে লড়াই করার জন্য রোহিঙ্গাদের প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আরাকান আর্মি ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনসহ বন্দি জান্তা সৈন্যদের ছবি প্রকাশ করেছে। সেইসাথে ঘাঁটি থেকে জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের ছবিও প্রকাশ করেছে।