সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মেধাশূন্যতা দূর করে যুগোপযোগী প্রশাসন গড়ে তোলার আহ্বান

প্রকাশিতঃ ১১ ডিসেম্বর ২০২৪ | ৮:০৫ অপরাহ্ন


রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় আয়োজিত এক সেমিনারে চুয়েটের সাবেক ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার মুহাম্মদ মোজাম্মেল হক মেধাশূন্যতা দূর করে যুগোপযোগী প্রশাসন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’ প্রতিপাদ্যে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-ইউসিটিসি অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোজাম্মেল হক বলেন, জনসেবা নিশ্চিত করতে মেধাসম্পন্ন যুগোপযোগী প্রযুক্তিনির্ভর জনপ্রশাসন গড়ে তোলা অত্যাবশ্যক। কিন্তু দলীয়করণ, স্বজনপ্রীতি, দুর্নীতি, রাজনৈতিক পক্ষপাতের কারণে প্রশাসনে মেধাশূন্যতা দেখা দিয়েছে। এর সমাধানে সৎ, যোগ্য, দক্ষ, মেধাবীদের নিয়োগ দিতে হবে।

সেমিনারে ‘জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও করণীয়’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন মুহাম্মদ শওকত আলী নূর। প্রবন্ধের উপর আলোচনা করেন ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী, প্রকৌশলী তোফাজ্জল আহমদ, অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, ডা. এস এম কামরুল হক, অ্যাডভোকেট কে আর এম খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরু, অ্যাডভোকেট নিজামুল ইসলাম সরফী, সিএসকে সিদ্দিকী, মো. নূরুল আজিম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ‘মানবাধিকার পুরস্কার’ ও ‘মানবাধিকার সনদ’ প্রদান করা হয়।

উল্লেখ্য, সেমিনারে সংস্থার চট্টগ্রাম জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. আজমল হক, পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী এম এন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।