চট্টগ্রাম : চট্টগ্রামের নিজস্ব কৃষ্টি, কালচার ও সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটাতে সবার মতামতের ভিত্তিতে মেলার জন্য একটি স্থায়ী মাঠ খুঁজে বের করার উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) নগরের কাজীর দেউড়ি এলাকায় সার্কিট হাউজ সংলগ্ন পরিত্যক্ত শিশুপার্কে ৬ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন এ কথা জানান।
তিনি বলেন, “আমরা শুধু কর্মের মধ্যে থাকবো না। আমাদের যে নিজস্ব কৃষ্টি, কালচার ও সংস্কৃতি রয়েছে, তার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। এজন্য সকলের মতামত নিয়ে একটি স্থায়ী মেলার মাঠ খুঁজে বের করব।”
ড. জিয়াউদ্দিন আরও বলেন, “বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের কৃষ্টি-কালচারকে তুলে ধরতে হবে। এজন্য এমন একটি স্থায়ী মেলার মাঠ প্রয়োজন যেখানে বইমেলাসহ বিভিন্ন মেলার আয়োজন করা যাবে।”
চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজয়মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ফরিদা খানম বলেন, “চট্টগ্রাম কৃষ্টি-কালচারে ভরপুর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে একটি স্থায়ী খেলার মাঠ ও মেলার মাঠের ব্যবস্থা করার চেষ্টা করব।”
উল্লেখ্য, প্রথমে আউটার স্টেডিয়ামে বিজয়মেলা করার পরিকল্পনা থাকলেও পরে সিআরবির মাঠে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। অবশেষে কাজীর দেউড়ির পরিত্যক্ত শিশুপার্কে মেলাটি বসেছে।
‘চলো দুর্জয় প্রাণের আনন্দে’ প্রতিপাদ্যে ৬ দিনব্যাপী এ মেলায় আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও বিজয়ের কথামালাসহ নানা আয়োজন থাকছে।