সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

১২ বছর পর গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিতঃ ১১ ডিসেম্বর ২০২৪ | ১১:৫২ পূর্বাহ্ন

Arrest
চট্টগ্রাম : চট্টগ্রামে প্রায় ১২ বছর পর গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন আহাদ কনভেনশন হলের সামনে থেকে ওবায়দুল হক প্রকাশ রাজু (৩২) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

রাজু নগরীর পতেঙ্গা থানাধীন খালপাড় এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

২০১২ সালে বন্দর থানায় দায়ের করা একটি গণধর্ষণ মামলায় (নং-২৭) তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। বিচার চলাকালীন সময় থেকেই রাজু পলাতক ছিলেন।

র‌্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজু দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিজের পরিচয় স্বীকার করে। পরবর্তীতে তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।