বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নিতে বাধা: দুইজন গ্রেপ্তার

প্রকাশিতঃ ২৯ নভেম্বর ২০২৪ | ৬:৪৮ অপরাহ্ন

Arrest
চট্টগ্রাম : সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় পুলিশের কাজে বাধা সৃষ্টির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে নগরীর বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মৃত সুনিল ধরের ছেলে বাবলা ধর (৪২) এবং দুলাল শীলের ছেলে সজল শীল (৪০)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, গত ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় বাবলা ধর ও সজল শীল পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।