খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দেড় যুগ পর সম্প্রীতি সমাবেশে যোগ দিয়ে পাহাড়ি-বাঙালির মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সুসম্পর্কের মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া।
বৃহস্পতিবার বিকেলে গুইমারা উপজেলা বিএনপির আয়োজিত এই সমাবেশে তিনি বলেন, “সকলে মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকলে উন্নয়ন হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।”
উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাগর নোমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।