রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গণতন্ত্রের পথ রুদ্ধ করতে ষড়যন্ত্র চলছে: হাটহাজারীতে মীর হেলাল

প্রকাশিতঃ ১১ নভেম্বর ২০২৪ | ১১:৫২ অপরাহ্ন


হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রাণপুরুষ ছিলেন স্বাধীনতার মহান ঘোষক, বীর উত্তম জিয়াউর রহমান।

তিনি বলেন, “আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে বাঙালির হাজার বছরের সংগ্রামের অন্যতম উজ্জ্বল অধ্যায় হলো ৭ নভেম্বর। কোনো ষড়যন্ত্র বা পূর্ব পরিকল্পনা ছাড়াই জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন।”

সোমবার (১১ নভেম্বর) ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বর্তমানে দেশনায়ক তারেক রহমান জনগণকে নিয়ে দেশের ক্রান্তিকালের নেতৃত্ব দিচ্ছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে গণআন্দোলনে রূপ দিয়েছিলেন তিনি।”

“একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। গণতন্ত্রের পথ রুদ্ধ করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে,” তিনি যোগ করেন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেনের সভাপতিত্বে এবং হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন ও হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. রফিকুল আলম চৌধুরী, এম এ শুক্কুর, সৈয়দ নাছির উদ্দিন, মো. আকবর আলী, মো. মনিরুল আলম, কাজী সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন, মো. তকিবুল হাসান, রহমত উল্লাহ, মো. আইয়ুব খান প্রমুখ।

আলোচনা সভার আগে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়।