রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির চারদিনের কর্মসূচি

প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০২৪ | ৩:৪৮ অপরাহ্ন

বিএনপি লোগো
ঢাকা : আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে তিন দিনের কর্মসূচির কথা ঘোষণা করেছে বিএনপি।

সোমবার ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে ৬ নভেম্বর আলোচনা সভা, ৭ই নভেম্বর বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং ৮ই নভেম্বর জাতীয় র‍্যালি করার কথা জানিয়েছে বিএনপি।

৮ই নভেম্বর শুক্রবার বড় ধরনের র‌্যালি করে ইতিহাস গড়া হবে বলে জানিয়েছেন জাহিদ হোসেন। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

র‌্যালি সফল করতে তিনি জেলা, মহানগর সব পর্যায়ে এই র‌্যালি অনুষ্ঠানের কথা জানান।