রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১

চট্টগ্রামে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিতঃ ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৬:২২ অপরাহ্ন


চট্টগ্রাম : অস্ট্রেলিয়ান হাই কমিশনের একটি প্রতিনিধি দল আজ চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠক করেছে। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সমসাময়িক বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের হোটেল রেডিসন ব্লু বে ভিউতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ান হাই কমিশনের প্রতিনিধি দলে ছিলেন ডেপুটি হাই কমিশনার ক্লিনটন পাবকে, পলিটিক্যাল সেক্রেটারি মিস এনা পিটারসন এবং হাই কমিশনের রাজনৈতিক ও যোগাযোগ ব্যবস্থাপক সুজিত সরকার।

বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ও স্পেশাল এ্যাসিসট্যান্ট টু বিএনপি চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান।