শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

কাঠমান্ডুতে বাংলাদেশের ফুটসাল উৎসব, ভারতকে ১৩-১ গোলে বিধ্বস্ত

প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ১:১৬ অপরাহ্ন


শরীফুল রুকন, কাঠমান্ডু (নেপাল) থেকে : নেপালের কাঠমান্ডুতে রবিবার সকালে প্রিমিয়ার ইন্টারন্যাশনাল আইভি কন্টিনাম স্কুল মাঠে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইয়ুথ স্কুল ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৯ ফুটসাল দল দুর্দান্ত খেলে ভারতকে ১৩-১ গোলে উড়িয়ে দিয়েছে।

খেলার প্রথমার্ধে বাংলাদেশ দল দুর্দান্ত আক্রমণাত্মক খেলে ভারতকে ৮ গোল দিয়ে এগিয়ে যায়। সামিউল, মেহেদি, সানোয়ার এবং হাবিবের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ দল প্রথমার্ধেই খেলায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ দলের আধিপত্য অব্যাহত থাকে। তারা আরও পাঁচ গোল করে ভারতকে কোনো সুযোগই দেয়নি। ভারত দ্বিতীয়ার্ধে মাত্র এক গোল ফেরাতে সক্ষম হয়।

বাংলাদেশের পক্ষে সামিউল হোসেন তামিম ৪ গোল, মেহেদি ৩ গোল, সানোয়ার মজুমদার ২ গোল, হাবিব ২ গোল এবং ইমন ১ গোল করেছেন।

বাংলাদেশ দলের কোচ আবদুল হান্নান মিরন দলের জয়ে খুশি; তিনি বলেন, “আমরা দলের খেলায় এবং ফলাফলে খুবই খুশি। ছেলেরা দুর্দান্ত খেলেছে এবং তাদের যোগ্যতা দেখিয়েছে।”

বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৯ ফুটসাল দলের ম্যানেজার ছিলেন লায়ন তাহের আহমেদ এবং সহকারী ম্যানেজার ছিলেন সাহাব উদ্দিন। বাংলাদেশ থেকে রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন আবদুল মোহিত মল্লিক সৈকত ও আফিফ হান্নান মিশন।

এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নেপালের প্রথম দল, দ্বিতীয় হয়েছে নেপালের দ্বিতীয় দল। বাংলাদেশ দল ভারতকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে।

বাংলাদেশ দল আগামীকাল সোমবার রাতে দেশে ফিরে আসবে। তাদের এই জয় দেশের ফুটসালের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।