চট্টগ্রাম : নগরের পাঁচলাইশ থানাধীন ষোলশহরের কর্ণফুলী মার্কেটের সামনে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ৮নং শুলকবহর ওয়ার্ড এই মাহফিলের আয়োজন করে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হুইপ এবং জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী।
মাহফিলে বিশেষ ওয়াজ পেশ করেন সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দীস মাওলানা সেলিম জাহাঙ্গীর। মাহফিলে সভাপতিত্ব করেন সীরাতুন্নবী (সাঃ) মাহফিল এন্তেজামিয়া কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা মোহাম্মদ আবদুর রহীম।
বক্তব্য রেখেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম নজরুল ইসলাম, জামায়াতের চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান হেলালী, জামায়াতের পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহাবুবুল হাসান রুমি ও পাঁচলাইশ থানা কর্মপরিষদ সদস্য মাওলানা শামছুল ইসলাম হাকেমী প্রমুখ।
সীরাতুন্নবী মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম, আদর্শ ও শিক্ষা নিয়ে আলোচনা, প্রশংসা ও স্মরণ করা হয়। মাহফিলে প্রধানত নবীজীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমগ্র জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তাঁর জীবনের বিভিন্ন ঘটনা, চরিত্রের বৈশিষ্ট্য, নৈতিকতা, আদর্শ, শিক্ষা ইত্যাদি তুলে ধরা হয়।