চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অর্থে নির্মিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মালিকানা চসিকের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বায়াত উল্লাহ বায়াত ও মুশফিকুল হাসান। তারা অভিযোগ করেন, ২০০২ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের জমিতে রাষ্ট্রের ৪২ কোটি ৯৩ লক্ষ টাকা বিনিয়োগে প্রতিষ্ঠিত এই বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পারিবারিক সম্পদে রূপান্তরিত করেছেন সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। তিনি ছাত্র ও গণহত্যার মাস্টারমাইন্ড সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেলের বাবা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মালিকানা চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে ফিরিয়ে দেয়া, উপাচার্যসহ ট্রাস্টি বোর্ড বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী লেলিয়ে দেয়া হয়েছে। রাষ্ট্র থেকে লুট করা টাকা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দমন করার এজেন্ডা বাস্তবায়ন করছেন উপাচার্যের দৌহিত্র, অনিয়মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া ছাত্র বিষয়ক পরিচালক পঙ্কজ বিশ্বাস।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ছাত্র ও গণহত্যায় নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ব্যাংক লুটেরা এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের পরিবারের তিন সদস্য, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুসহ পুরো ট্রাস্টি বোর্ড আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দখলে রয়েছে।
তারা দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠন, বিগত সময়ের সকল অনিয়ম ও দুর্নীতির নিরপেক্ষ তদন্ত, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি পূর্বক স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে যারা হামলা চালিয়েছে তাদের বিশ্ববিদ্যালয়ে পুনর্বাসন বন্ধ করা এবং সংস্কারপন্থী শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধকারী ও হত্যার হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী বায়াত উল্লাহ বায়াত, মাওয়াজ, ব্যবসা প্রশাসনের শিক্ষার্থী ফারহাদুল ইসলাম, মুশফিকুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।