রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বৃহত্তর চট্টগ্রামে টানা ৩ দিন ভারী বৃষ্টির আশঙ্কা

প্রকাশিতঃ ১০ সেপ্টেম্বর ২০২৪ | ৫:৩৯ অপরাহ্ন


ঢাকা : বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আগামী ১২ সেপ্টেম্বর থেকে টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

বিশ্বের প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলোর তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি জানান, ১২ সেপ্টেম্বর দুপুরের পর থেকে রাত ১২টার মধ্যে গভীর নিম্নচাপটি চট্টগ্রাম ও নোয়াখালী উপকূলের উপর অবস্থান করবে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায়, বিশেষ করে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ সময় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় খুবই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও, ফেনী, উত্তর চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি ঢল এবং বৃহত্তর চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে, ১২ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২০০ থেকে ৪০০ মিলিমিটার, সিলেট বিভাগে ২০০ থেকে ৩০০ মিলিমিটার এবং বরিশাল বিভাগে ১৫০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, মঙ্গলবার আবহাওয়া অফিসও চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবাণী জারি করেছে।

উল্লেখ্য, গত আগস্ট মাসে অতি ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে চট্টগ্রাম বিভাগের ৮টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। দীর্ঘদিন পানিবন্দি ছিলেন লাখ লাখ মানুষ।