রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিতঃ ৯ সেপ্টেম্বর ২০২৪ | ৫:১৭ অপরাহ্ন


ঢাকা : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

তিনি কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

সোমবার সকালে রাজধানীর কারা অধিদপ্তরে কারা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ঘুষ ও দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন।

তিনি কারা কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কারাগারের নিরাপত্তা বিধান করা তাদের মূল দায়িত্ব। ঘুষ না খেয়ে তাদের সম্মান পুনরুদ্ধার করতে হবে।

মতবিনিময় সভায় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনসহ কারা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।