খাগড়াছড়ি প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির রাজনীতির শক্তি জনগণ। দলটি আগামীতেও জনগণের সমস্যা চিহ্নিত করে তাদের সাথে নিয়ে সমাধানের রাজনীতি করবে।
শনিবার খাগড়াছড়িতে বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় আমীর খসরু মাহমুদ চৌধুরী দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়েও কথা বলেন। তিনি বলেন, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদের দলে কোনো স্থান হবে না। তারেক রহমানের আদর্শ ধারণ করে দলের জন্য কাজ করতে হবে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, বিএনপি খাগড়াছড়ির বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জান্নাত বীথি প্রমুখ।
বক্তব্য শেষে খাগড়াছড়ি জেলা সদর ও দীঘিনালা উপজেলার মেরু ইউনিয়নের মোট ২৫০০ বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।