মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য বরাদ্দ করা টাকা বন্যার্তদের দিচ্ছে বিএনপি

প্রকাশিতঃ ২৮ অগাস্ট ২০২৪ | ২:৩৯ অপরাহ্ন


ঢাকা : দেশব্যাপী চলমান ভয়াবহ বন্যাকালীন পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পরিবর্তে ত্রাণ কাজে এগিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য বরাদ্দকৃত তহবিল পুরোপুরি বন্যা পীড়িতদের জন্য ত্রাণ সামগ্রী ক্রয় ও বিতরণে ব্যয় করা হবে।

তিনি আরও বলেন, “বিএনপি কখনো কোনো অপকর্ম করে না। দলীয় কয়েকজনের ব্যক্তিগত ভুলের জন্য পুরো দলকে দায়ী করা যায় না। আমরা এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিই। ইতোমধ্যে দলীয় ৫৬-৫৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

মির্জা ফখরুল আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ঢালাওভাবে মামলা দেওয়া বন্ধ করা উচিত। প্রত্যেক মামলা যাচাই-বাছাই করে নেওয়া জরুরি। একজনের বিরুদ্ধে ঘটনা ঘটলে পুরো দলকে জড়িত করা যাবে না।”

তিনি আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, “খাগড়াছড়িতে ঘটনা ঘটলে তার দায় সারা দেশের নেতাকর্মীদের ওপর চাপানো হচ্ছে। এটি একদমই গ্রহণযোগ্য নয়।”

বিএনপি নেতা মনে করেন, এ ধরনের মামলা কোনো ফলপ্রসূ হবে না এবং দলীয় নেতাকর্মীদের মনোবল ভাঙার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।