বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বাকলিয়া থানা জামায়াতের আমিরসহ গ্রেফতার ৩

প্রকাশিতঃ ১২ অক্টোবর ২০১৭ | ৬:৪৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা শাখা জামায়াতের আমির আবুল মনসুরসহ (৫৩) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্য দুইজন হলেন স্থানীয় জামায়াতের কর্মী মো. ওমর ফারুক (৩৭) ও তার ভাই শিবির কর্মী মো. জাহিদ (২৪)।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, আবুল মনসুরের নেতৃত্বে জামায়াত-শিবিরের কর্মীরা হরতাল চলাকালে নাশকতা সৃষ্টির জন্য পরিকল্পনা নিয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।