মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

নাশকতা প্রতিরোধে রাজপথে ছাত্রলীগ

প্রকাশিতঃ ১২ অক্টোবর ২০১৭ | ১২:২৮ অপরাহ্ন

ঢাকা: জামায়াতের ডাকা বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল প্রতিরোধে মাঠে নেমেছে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

এদিকে ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ভোরে ঢাবির গুরুত্বপূর্ণ প্রবেশ পথ পলাশী’র মোড়ে অবস্থান নেন।

অবস্থান কর্মসূচীতে নেতৃত্ব দেন সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেল।

হরতাল প্রতিরোধী অবস্থান কর্মসূচীতে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্লোগানে মুখরিত ছিলো পলাশীর মোড়।

সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের অবস্থান কর্মসূচীস্থল পলাশী’র মোড়ে আসেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। তিনি শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেন।

অবস্থান কর্মসূচীস্থলে এস এম হলের সভাপতি তাহসান আহমেদ রাসেল তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি হরতাল, জ্বালাও পোড়াও এর মাধ্যমে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে শিক্ষার সুষ্টু পরিবেশ বিনষ্ট করতে না পারে সেজন্য আমরা সর্বদা সজাগ আছি। শিক্ষার সুষ্টু পরিবেশ বজায় রাখতে ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগ অতিতের মতো জামাত-শিবিরের সকল দেশবিরোধী চক্রান্তকে নস্যাৎ করে দিবে।

জামায়াতের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্ববান করে দলটি।