রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছে ইরান রেড ক্রিসেন্ট

প্রকাশিতঃ ১১ অক্টোবর ২০১৭ | ৯:৫৭ অপরাহ্ন

ঢাকা: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য প্রায় ৩০ মেট্রিক টন ত্রাণ পাঠিয়েছে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি। বুধবার বিকালে একটি কার্গো বিমানে করে এ ত্রাণসামগ্রী চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে আসে।

ইরান দূতাবাসের প্রথম কাউন্সিলর এবং মিশনের ডেপুটি প্রধান নেয়ামত উল্লাহ জাদেহ এ ত্রাণসামগ্রী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করেন।

মো. হাবিবুর রহমান বলেন, রোহিঙ্গাদের জন্য ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি ২৯ দশমিক ৯১৮ মেট্রিক টন ত্রাণ পাঠিয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে বড় তাঁবু, কম্বল, বিছানা চাদর, গ্রাউন্ড শিট, ফ্যামেলি টেন্ট, জেরি ক্যান এবং কিচেন সেটস রয়েছে। রোহিঙ্গাদের মাঝে বিতরণের জন্য এসব ত্রাণ কক্সবাজার জেলা প্রশাসনের কাছে শিগগিরই পাঠিয়ে দেওয়া হবে।

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা কমিটির সদস্য শেখ শফিউল আজম ও রেড ক্রিসেন্টের চট্টগ্রাম ইউনিটের সচিব আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।