সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

প্রবাসী ইদ্রিস হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিতঃ ১৬ এপ্রিল ২০২৪ | ৪:৩১ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরফভাটার প্রবাসী ইদ্রিস হত্যার মামলার অন্যতম আসামি মঞ্জুরুল হোসেন ওরফে মঞ্জুরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মঞ্জুর সরফভাটার ২নং ওয়ার্ড গঞ্জম আলী সরকার বাড়ির আবুল কাসেমের ছেলে।

সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। পরে তাকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করে র‍্যাব।

এ মামলার অন্য আসামিরা হলেন— মো. ওসমান, তোফায়েল আহমদ, ওয়াকিল আহমদ, ছাবের আলম, জসিম (গ্রেপ্তার মঞ্জুরের বড় ভাই) ও ইসমাইল।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান। তিনি বলেন, ‘২০১৫ সালের প্রবাসী ইদ্রিস হত্যার মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। গতকাল রাতে চট্টগ্রাম নগরী থেকে র‍্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। আজ (মঙ্গলবার) তাকে কোর্টে চালান দেওয়া হয়।’