মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার, গ্রেফতার ৪

প্রকাশিতঃ ৬ অক্টোবর ২০১৭ | ৬:৫৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে অপহৃত এক মাদ্রাসা ছাত্র। একই অভিযানে অপহরণকারী চক্রের চার সদস্য গ্রেফতারও হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে চান্দগাঁও থানাধীন পাঠানীয়া গোদাস্থ জান্নাত বেকারীর পার্শ্বে মার্কেটের পিছন হতে ওই ছাত্রকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী মো. ইব্রাহিম হেলাল (১৫) নগরের সোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র। সে কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকার হাজী মো. ইদ্রিসের ছেলে।

অন্যদিকে গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ফাহিম হোসেন (২১), মোঃ রাব্বি (২৩), মোঃ ইমরান হোসেন (২০) ও মোঃ মফিজুর রহমান রিপন (২৩)।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে ইব্রাহিমকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর ইব্রাহিমের মাকে ফোন করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

তিনি বলেন, অভিযোগ পেয়ে টানা ১৭ ঘন্টা অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের চার সদস্য গ্রেফতারের পাশাপাশি ওই ছাত্রকে উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি অত্যাধুনিক চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনার মূল পরিকল্পনাকারী আবু বক্করকে গ্রেফতারের চেষ্টা চলছে।