মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

লটারি বিক্রির নামে প্রতারণা, চীনা নাগরিকসহ গ্রেফতার ১২

প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০১৭ | ৭:০৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে ওয়েলফেয়ার ফান্ডের অর্থ সংগ্রহের নামে লটারি বিক্রির করে সাধারণ মানুষদের সাথে প্রতারণার অভিযোগে এক চীনা নাগরিকসহ ১২জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে খুলশী থানার দক্ষিণ খুলশীর একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) আবু বক্কর সিদ্দিক বলেন, আটক চীনা নাগরিক শেন জিয়াং (৩৬) দক্ষিণ খুলশীর একটি বাড়ীতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিবিডিএফ) নামে একটি সংস্থার কার্যালয় খুলে সাধারণ মানুষদের সাথে প্রতারণা করে আসছিল। আটক অন্যরা পিবিডিএফ নামে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী।

তিনি বলেন, এই ব্যবসা পরিচালনার বৈধ সরকারি অনুমোদনও তাদের ছিল না। এই চক্রটি ২০, ৫০ ও ১০০ টাকায় লটারি বিক্রি করে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত পাওয়ার লোভ দেখাচ্ছিল। ইতোমধ্যে তারা জনগণ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।