মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

তেলবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন

প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০১৭ | ৬:৫৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের দোহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য ফার্নেস তেলবাহী ওয়াগন ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে বোয়ালখালী উপজেলার গোমদন্ডী স্টেশনের অদূরে ১৪ নম্বর রেলওয়ে সেতুর কাছে এ দুর্ঘটনায় তেমন ক্ষতি হয়নি।

গোমদন্ডী স্টেশন মাস্টার আবু জাফর বলেন, আটটি ওয়াগনে করে দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য ফার্নেস তেল নিয়ে যাচ্ছিল ট্রেনটি। সকাল সাড়ে ১০টায় দোহাজারীর উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায় ট্রেনটি। ইঞ্জিনের ধোঁয়ার পাইপে আবর্জনা জমে আগুন লেগে যায়।

খবর পেয়ে কালুরঘাট মোহরা ও বোয়ালখালী ফায়ার স্টেশনের তিনটি গাড়ি ঘটনাস্থলে যায়। তবে রেলে থাকা নিরাপত্তা সরঞ্জাম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে ইঞ্জিনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।