চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় ‘ছাত্রশিবিরের ক্যাডার’ নাসির উদ্দিনকে পাঁচ বছর তিন মাস কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রামের মহানগর হাকিম শফিউদ্দিন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন ‘শিবির নাসির’ হিসেবে পরিচিত এই আসামি। পরে তাকে কারাগারে পাঠানো হয়। তবে এজলাস থেকে বেরিয়ে যাওয়ার সময় ছবি তুলতে গেলে টিভি চ্যানেল ডিবিসির ক্যামেরাপার্সন পারভেজ রহমানকে গালিগালাজ করেন নাসির।
চট্টগ্রাম মহানগর সহকারী পিপি রায়হাদ চৌধুরী রনি বলেন, পুলিশের কাজে বাধাদান, হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তিনটি ধারায় আসামি নাসির উদ্দিনকে মোট পাঁচ বছর তিন মাস কারাদন্ডের রায় দিয়েছে আদালত। এই সাজা একটির পর একটি কার্যকর হবে।
তিনি আরও বলেন, ৩৩২ ধারায় দুই বছরের সাজা ও পাঁচ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও তিন মাসের কারাভোগের নির্দেশ দেওয়া হয়। দন্ডবিধির ১৮৬ ধারায় তিন মাস কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাভোগ দেওয়া হয়। দন্ডবিধির ৩৫৩ ধারায় তিন বছরের সাজা ও পাঁচ হাজার টাকা জরিমানা। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের কারাভোগ করতে হবে তাকে।
ডিবিসি চট্টগ্রামের ব্যুরো প্রধান মাসুদুল হক বলেন, এজলাস থেকে নাসির যখন বেরিয়ে আসছিল তখন তার অনুসারীরা আমাদের ক্যামেরাপার্সন পারভেজ রহমানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর শিবির নাসির অকথ্য ভাষায় গালি দিয়ে কেন ছবি তুলছে তা জানতে চায়। শেষে নাসির পানির বোতল ছুড়ে মারতে উদ্যত হয়। এসময় পুলিশ সদস্যরা তাকে সরিয়ে নেয়।
আদালত সূত্র জানায়, ১৯৯৮ সালের ৬ এপ্রিল নাসিরকে গ্রেফতার করতে চট্টগ্রাম কলেজের ছাত্রবাসে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় নাসির, ইয়াকুব ও হুমায়ন নামে তিনজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে নাজিরহাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াকুব ও হুমায়ন মারা যায়। এ মামলায় ২০০১ সালের ১৭ নভেম্বর নাসিরের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলায় ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে গত ২৪ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন ধার্য করে আদালত।