সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ড্রামের ভেতর থেকে লাশ উদ্ধারের ঘটনায় অমিতের বন্ধু আটক

প্রকাশিতঃ ৪ অক্টোবর ২০১৭ | ৭:৩৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন রানীর দিঘীতে ড্রামের ভেতর লাশ উদ্ধারের ঘটনায় যুবলীগ কর্মী অমিত মুহুরির এক বন্ধুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরের জিইসি মোড় থেকে তাকে আটক করা হয়েছে

আটক মো. সাব্বির (২৬) কোতোয়ালী থানাধীন নন্দনকানন এলাকার বাসিন্দা।

কোতোয়ালী থানার ওসি জসীম উদ্দিন বলেন, অমিতের বন্ধু সাব্বিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অবশ্য ড্রামের ভেতর লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃতরা সাব্বিরের নাম বলেনি। তবুও সংগ্রহ করা কিছু তথ্য যাচাই করতে সাব্বিরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত গত ১৩ অগাস্ট নগরীর এনায়েত বাজার রানীর দিঘী থেকে সিমেন্ট ঢালায় করা ড্রামের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে, উদ্ধার করা লাশটি ইমরানুল করিম ইমন নামে এক যুবকের। এ ঘটনায় শিশির ও শফি নামে দুইজনকে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে, গত ৯ অগাস্ট নগরীর নন্দনকাননে যুবলীগ কর্মী অমিত মুহুরির বাসায় ইমনকে হত্যা করা হয়। পরে ২ সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেফতার হয় অমিত।