মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

টাকা ফেরত পাবেন ইউনিপে টু ইউর গ্রাহকরা

প্রকাশিতঃ ৫ মার্চ ২০২৪ | ৮:২৪ অপরাহ্ন


ঢাকা : ব্র্যাক ব্যাংকের রাজধানীর এলিফ্যান্ট রোড শাখায় জমা থাকা মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ইউনিপে টু ইউর গ্রাহকদের ৪২০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে স্থানান্তরের আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এতে বলা হয়, এ টাকা গ্রাহকরা সরকারের সংশ্লিষ্টদের কাছে নির্দিষ্টভাবে আবেদন করে নিতে পারবেন।

মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। এ আদেশের ফলে গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন আইনজীবী অনিক আর হক।

তিনি জানান, টাকা ফেরত পেতে ইউনিপে টু ইউর গ্রাহকরা ৩০ দিনের মধ্যে আবেদন করবেন। তারপর তাদের আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেবেন আদালত।