চট্টগ্রাম: ট্রাক থেকে বস্তা নামানোর সময় মাথার ওপর পড়ে আক্তার হোসেন (২২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
নিহত আক্তার হোসেন লক্ষ্মীপুর জেলার রায়পুর এলাকার মৃত ওসমান গণি পাটোয়ারির ছেলে। তিনি সীতাকুন্ডে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
রোববার দুপুরে সীতাকুন্ড এলাকার একটি পোশাক কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম।
তিনি বলেন, গুরুতর আহত আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।