সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সন্তান সম্ভবা রোহিঙ্গা নারী চমেকে ভর্তি

প্রকাশিতঃ ২৮ সেপ্টেম্বর ২০১৭ | ১:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম: মিয়ানমার থেকে পালিয়ে আসা এক সন্তান সম্ভবা রোহিঙ্গা নারী অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাত পৌনে ২টার দিকে তাকে হাসপাতালে আনা হয়।

চিকিৎসাধীন শামসুন নাহার (৩৫) মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার টিলাডাঙ্গা এলাকার নূর মোহাম্মদের স্ত্রী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, মিয়ানমার থকে পালিয়ে আসার পর কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে ছিলেন শামসুন নাহার। তিনি সন্তানসম্ভবা। রক্তক্ষরণ হওয়ায় তাকে বুধবার রাতে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন বিভাগে ভর্তির পর তার চিকিৎসা চলছে।

প্রসঙ্গত প্রসঙ্গত সম্প্রতি রাখাইন রাজ্যে নতুন করে সেনা মোতায়েন করে মিয়ানমার সরকার। এতে রোহিঙ্গাদের মধ্যে উৎকন্ঠা তৈরি হয়। এরই মধ্যে মংডু জেলার মংডু ও বুথিদাউং উপজেলায় গত ২৪ আগস্ট রাতে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে হামলা করে রোহিঙ্গা বিদ্রোহীরা। এ ঘটনার পর প্রাণ বাঁচাতে ইতোমধ্যে বাংলাদেশ সীমান্তে নাফ নদীর তীরে রোহিঙ্গাদের ঢল নামে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসতে শুরু করে আহতরা। শুরুতে গুলিবিদ্ধ, দগ্ধ এবং হাত-পা ভাঙ্গা আহত মানুষের সংখ্যা ছিল বেশি। এখন নানা রোগে আক্রান্তরাও আসছেন। চিকিৎসা শেষে তাদের আবার কক্সবাজারে শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হচ্ছে।