চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে একটি পিস্তল ও একটি তাজা কার্তুজসহ মো. আবু সালেক (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা বুড়িশ্চর ইউনিয়নের তেতুল তলা এলাকা থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. আবু সালেক বুড়িশ্চর ইউনিয়নের কুয়াইশ ভরাপুকুর এলাকার আবুল হোসেনের ছেলে।
র্যাব-৭ এর ডিএডি ফজলুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল ও একটি তাজা কার্তুজসহ সালেককে গ্রেফতার করা হয়। তাকে বুধবার আদালতে পাঠানো হয়।