রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য আরও ১০১ টন ত্রাণ পাঠিয়েছে মালয়েশিয়া

প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০১৭ | ৭:৫৭ অপরাহ্ন

চট্টগ্রাম: রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও ১০১ দশমিক ৫০১ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে মালয়েশিয়া। শনিবার সন্ধ্যা ছয়টায় এসব ত্রাণসামগ্রী নিয়ে একটি কার্গো ফ্লাইটে করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসব ত্রাণসামগ্রী চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করেন মালয়েশিয়ার প্রতিনিধি দলের সদস্যরা। মালয়েশিয়ান প্রতিনিধি দলে ছিলেন মালয়েশিয়ান রেড ক্রিসেন্টের কর্মকর্তা ভ্লাডেসলে ইসুক। অন্যদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্টের সচিব আবদুল জব্বারও এসময় উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য মালয়েশিয়ার পাঠানো ১০১ দশমিক ৫০১ টন ত্রাণসামগ্রী কক্সবাজার জেলা প্রশাসনের কাছে দ্রুত পাঠিয়ে দেওয়া হবে। ত্রাণের মধ্যে তাবু, চাদর, তারপলিন, শিশুদের ওষুধসহ নানা সামগ্রী রয়েছে।

প্রসঙ্গত রোহিঙ্গাদের জন্য এই পর্যন্ত ৪৪৫ টন ত্রাণ সামগ্রী এসেছে। এর মধ্যে ভারত দুটি বিমানে ১০৭ টন, ইন্দোনেশিয়া আটটি বিমানে ৭৭ টন, ইরান একটি বিমানে ৪০ টন, মরক্কো একটি বিমানে ১৪ টন ত্রাণ পাঠিয়েছে। এছাড়া মালয়েশিয়া গত ৯ সেপ্টেম্বর একটি বিমানে ১২ টন এবং সর্বশেষ মালয়েশিয়া আরও একটি কার্গো বিমানে করে ১০১ দশমিক ৫০১ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে।