রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘কর্ণফুলীবাসীকে ফারুক চৌধুরীর খোলা চিঠি’

প্রকাশিতঃ ২২ সেপ্টেম্বর ২০১৭ | ১১:৩৭ অপরাহ্ন

মোর্শেদ নয়ন : নবগঠিত কর্ণফুলী উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হচ্ছে আজ রাত বারো টায়। ভোটারদের মন জয় করে কাছে টানতে বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালিয়েছে প্রার্থীরা। প্রচারণার শেষ দিনে কর্ণফুলীবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী।

এ প্রসঙ্গে ফারুক চৌধুরী একুশে পত্রিকাকে বলেন, এই নির্বাচন আমার কাছে শুধুই নির্বাচন নয়; একটি আধুনিক, সমৃদ্ধ, সবুজ বাসযোগ্য কর্ণফুলী উপজেলা গড়ার প্রত্যয়। সে কথা আমি কর্ণফুলীবাসীকে তুলে ধরেছি।

কর্ণফুলীবাসীর উদ্দেশ্যে চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরীর লেখা চিঠির একটা কপি একুশে পত্রিকার কাছে এসেছে। চিঠিটি হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হল।

প্রিয় স্বজন
আসসালামু আলাইকুম/ আদাব

২৪ সেপ্টেম্বর অন্য আর দশটি দিনের মতো নয়, নয় কেবল ক্যালেন্ডারের একটি তারিখ। এদিনও সূর্য উঠবে, কিন্তু প্রতিদিনের মতো নয়। এদিনও বইবে স্রোতধারা কর্ণফুলী নদীতে কিন্তু প্রতিদিনের মতো নয়। এদিন আপনার দিন। এদিন আপনার ক্ষমতা প্রয়োগের দিন। এদিন প্রিয় কর্ণফুলী উপজেলা আপনার সিদ্ধান্তের মুখোমুখি।

এই কর্ণফুলী উপজেলা আমার অচেনা নয়। তবুও গত কয়েক মাসে আরো গভীরভাবে চিনেছি, দেখেছি কাছ থেকে। অষ্টপ্রহর ঘুরেছি পথে-প্রান্তরে, মাঠে-ঘাটে, অলিতে-গলিতে, ঘর থেকে ঘরে। দেখেছি মায়ের মুখ, যে চোখে কান্না সে চোখেই আবার হাসি। বোনের যে বুকে শঙ্কা, সে বুকেই ভালবাসা-উদ্যম। যেমন দেখেছি ভাইয়ের হতাশা, তেমনিই দেখেছি ঘুরে দাড়াঁবার স্বপ্ন-সাহস। দেখেছি চিন্তাক্লিষ্ট বাবার মুখ, চোখে আর্শিবাদ।

দেখেছি সমস্যা, শুনেছি অভিযোগ। আর কত কথা সমস্যা নিয়ে? বহুকাল ধরে ত্রিমুখী শাসনে-শোষণে সৃষ্ট এই সব পুঞ্জীভূত সমস্যা সমাধানের দ্বার ইতোমধ্যে উস্মোচন করেছেন আমাদের সকলের প্রিয় মাননীয় ভূমি প্রতিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ কর্ণফুলী উপজেলা বাস্তবায়নের মাধ্যমে। এবার আধুনিক সমৃদ্ধ, পরিচ্ছন্ন বাসযোগ্য কর্ণফুলী গড়ার পালা। যেখানে থাকবে গরীব-ধনী-শ্রেণী-ধর্ম সকলের সমান নাগরিক মর্যাদা।

আর নয় দ্বিধা। আপনাদের মাঝে হাঁটার সময় এক কিশোরী তাঁর মাকে বলতে শুনেছি, আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? সেদিনই আমি বুঝেছি- এই উপজেলার সকাল আর দূরে নয়। কারণ আমরা সকলেই সমস্যাগুলোর কথা জানি। সমস্যা সমাধানের রূপরেখাও তৈরি। এবার সমাধানের পালা।

আমি বিশ্বাস করি ২৪ সেপ্টেম্বর আসছে এই উপজেলা জেগে ওঠার বার্তা নিয়ে, প্রতিনিধি নির্বাচনের ভোট উৎসব নিয়ে। আপনিও এই উৎসবে অংশ নিয়ে নৌকায় মার্কায় ভোট দিন। আপনার একটি মূল্যবান ভোটেই কেবল সূচনা করতে পারে কাঙ্কিত নতুন এক স্নিগ্ধ সকালের, এগিয়ে নিতে পারে ত্রিমুখী শাসনে-শোষণে সৃষ্ট সব পুঞ্জিভূত সমস্যার সমাধান যাত্রা।

ইতি
আপনাদের
ফারুক চৌধুরী
চেয়ারম্যান প্রার্থী
কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচন-২০১৭