রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্ত্রীকে হত্যা, স্বামীর স্বীকারোক্তি

প্রকাশিতঃ ২১ সেপ্টেম্বর ২০১৭ | ৭:৪১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে স্ত্রীকে হত্যার এক মাস পর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মাসুদ পারভেজের আদালতে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন সাইফুল শেখ প্রকাশ সুজন (৩০)।

বুধবার নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার ভূঁইয়া বাড়ী থেকে সাইফুলকে গ্রেফতার করা হয় বলে জানান বায়েজিদ বোস্তামী থানার এসআই আইয়ুব উদ্দিন।

তিনি বলেন, গত ১৯ আগস্ট শেরশাহ কলোনি এলাকার একটি বাসা থেকে জরিনা বেগম (৩০) নামে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

এসআই আইয়ুব জানান, ঘটনার পর জরিনার দ্বিতীয় স্বামী সাইফুল শেখ পলাতক ছিল। তাকে গ্রেফতারে বিভিন্ন জায়গায় কয়েক দফা অভিযান চালানো হয়। বুধবার গোপন সংবাদ পেয়ে সাইফুলকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, বাসায় ঝগড়ার এক পর্যায়ে সাইফুল স্ত্রী জরিনাকে গলা টিপে হত্যা করেন। এরপর বাইরে তালা দিয়ে পালিয়ে যায় সে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে স্ত্রীকে খুন করার কথা সাইফুল স্বীকার করেছে বলে জানান এসআই আইয়ুব উদ্দিন।