রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চবিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

প্রকাশিতঃ ২১ সেপ্টেম্বর ২০১৭ | ১২:০৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক সাংবাদিককে মেরে মাথা ফাটিয়ে দেয়ার ঘটনায় ছাত্রলীগের তিনকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার হাটহাজারী থানায় এ মামলা দায়ের করেন ভুক্তভোগী ও অর্থসূচকের চবি প্রতিনিধি পার্থ বণিক।

অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন, সোহান ও একই শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের আল আমিন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিএফসি সদস্য ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সহ সভাপতি মো. রেজাউল হক রুবেল অনুসারী হিসেবে পরিচিত।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, একজন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে ও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা করে একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

এর আগে গত মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক পার্থ বণিককে কুপিয়ে আহত করে কয়েকজন ছাত্রলীগ কর্মী। আহত পার্থ বণিক বিশ্ববিদ্যালয়ের অর্থসূচকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য। এই ঘটনায় বিশ্বদ্যিালয়ের প্রক্টর অফিসে একটি লিখিত অভিযোগও দেন পার্থ।