রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কর্ণফুলিতে পাঁচ হাজার ইয়াবাসহ ঢাকা কলেজছাত্র গ্রেফতার

প্রকাশিতঃ ২০ সেপ্টেম্বর ২০১৭ | ১০:৪৭ অপরাহ্ন

মোর্শেদ নয়ন : চট্টগ্রাম নগরীর মইজ্জারটেক এলাকা থেকে বুধবার রাত সাড়ে নয়টায় ৫ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

গ্রেফতার মো. আবদুল কাদের ঢাকা কলেজের ইসলামিক ইতিহাস বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র এবং চাঁদপুরের উত্তর মতলব উপজেলার মো: নজরুল ইসলামের পুত্র বলে পুলিশ জানিয়েছে।

অভিযানে নেতৃত্ব দেয়া কর্ণফুলী থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) হাসান ইমাম একুশে পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মইজ্জারটেক গরুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকা নিয়ে যাচ্ছিলেন বলে তিনি পুলিশকে জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত আবদুল কাদেরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।